নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পস্কোভের আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ জানিয়েছেন, বেসামরিক ও সামরিক উভয় বিমানের জন্য ব্যবহৃত এই বিমানবন্দরে মঙ্গলবার ড্রোন হামলা চালানো হয়।
ভেদেরনিকভ বলেন, "পস্কোভ বিমানবন্দরে প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোন হামলা প্রতিহত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধ্বংসের মাত্রা নির্দিষ্ট করা হয়েছে। চারটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।"
জানা গিয়েছে, ড্রোন হামলার ফলে পস্কোভে চারটি আইএল-৭৬ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বিমানে আগুন লেগেছে এবং দুটি বিমান আগুনে পুড়ে গেছে। ফ্লাইট চলাচল সীমিত করা হয়েছে।