নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার বলেছেন, ইউক্রেনকে সমর্থন দিয়ে পশ্চিমা শক্তিগুলো কার্যকরভাবে মস্কোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে। আমরা একে হাইব্রিড যুদ্ধ বলছি, কিন্তু তাতে কিছুই বদলায় না।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার বলেছেন, তিনি পরমাণু শক্তিধর দেশ রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে চাইছেন এবং আমেরিকান সৈন্য পাঠাবেন না। তার প্রশাসন রাশিয়ায় ইউক্রেনের হামলা থেকেও নিজেকে দূরে সরিয়ে নিয়েছে।
তবে ল্যাভরভ গত বছর রাশিয়ার হামলার পর থেকে কিয়েভকে বিলিয়ন বিলিয়ন ডলারের পশ্চিমা সামরিক সরঞ্জাম সরবরাহের পাশাপাশি মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সহায়তা এবং পশ্চিমা সামরিক উপদেষ্টাদের উপস্থিতির কথা উল্লেখ করেন।
ল্যাভরভ বলেন, "পশ্চিমারা ইউক্রেনীয়দের হাত ও শরীর ব্যবহার করে কার্যত আমাদের বিরুদ্ধে লড়াই করছে।"