ড্রোন নজরদারি, উড়ল সেনাবাহিনীর বিমান! তবে কী এবার নতুন যুদ্ধের আশঙ্কা?

ক্রিমিয়ার কাছে মার্কিন ড্রোন আটক করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ন্মনব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপের কাছে মার্কিন বিমান বাহিনীর এমকিউ-৯ 'রিপার' এবং আরকিউ-৪ 'গ্লোবাল হক' নামক ড্রোনকে আটকাতে রুশ বাহিনী দুটি যুদ্ধবিমান মোতায়েন করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কৃষ্ণ সাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড়ন্ত সরঞ্জাম পর্যবেক্ষণকারী রুশ বাহিনী ড্রোনগুলো শনাক্ত করেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 'রাষ্ট্রীয় সীমান্তের সম্ভাব্য লঙ্ঘন' এড়াতে এবং 'যে কোনো রেডিও-টেকনিক্যাল নজরদারি মোকাবেলায়' দুটি রুশ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'দায়িত্বরত বিমান প্রতিরক্ষা বাহিনীর কর্মকাণ্ডের ফলে মার্কিন বিমান বাহিনীর নজরদারি ইউএভিগুলো তাদের উড্ডয়ন পথ পরিবর্তন করে এবং যে সব এলাকায় বিমান নজরদারি চালানো হচ্ছিল, সেখান থেকে চলে যায়।'

পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল গ্যারন গার্ন বলেন, 'আন্তর্জাতিক আইন অনুযায়ী কৃষ্ণ সাগরে নৌচলাচল ও চালনার স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র নিয়মিত মিশন পরিচালনা অব্যাহত রাখবে।'