ভয়াবহ, দেশের হাসপাতালে পরপর ২টি বোমা হামলা! সব শেষ

অব্যাহত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
kb

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের একটি হাসপাতালে বুধবার রাশিয়ার বোমা হামলায় জানালা ও যন্ত্রপাতি ভেঙে গেছে এবং অনেক রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে বলে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন।

aad

জাতীয় পুলিশের খারকিভ আঞ্চলিক শাখার প্রধান ভলোদিমির তিমোশকো বলেন, "স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে খারকিভের উত্তর-পূর্বে ভেলিকি বুরলুক শহরের ওই হাসপাতালে সরাসরি একটি বোমা আঘাত হানে। দ্বিতীয় বোমাটি কাছাকাছি এসে পড়ে। হাসপাতাল থেকে ৩৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে পাঁচজন রোগী এবং দুজন হাসপাতালের শয্যায় আবদ্ধ।" 

ad11rain

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ জানিয়েছেন, সামান্য আহত চারজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে।

aad