নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের খারকিভ শহরের একটি জনাকীর্ণ ডিআইওয়াই হার্ডওয়্যার স্টোর ও একটি আবাসিক এলাকায় শনিবার রুশ হামলায় অন্তত ছয়জন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, শহরের একটি আবাসিক এলাকার ডিআইওয়াই হাইপার মার্কেটে দুটি গাইডেড বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত দুজন দোকানের কর্মচারী। এতে ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও ১৬ জন নিখোঁজ রয়েছেন।
খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, বোমা বিস্ফোরণের সময় হার্ডওয়্যারের দোকানে প্রায় ১২০ জন ছিলেন। শপিং সেন্টারকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে, যেখানে অনেক লোক ছিল- এটি স্পষ্টতই সন্ত্রাসবাদ।