নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের খেরসন অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। খেরসন অঞ্চলের মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, "রুশ সেনাবাহিনী খেরসন শহরের কেন্দ্রস্থলে গোলাবর্ষণ করে দু'জনকে আহত করেছে।"
জানা গিয়েছে, 'রুশ সেনাবাহিনীর গোলাবর্ষণে আহত হয়েছেন ৪১ বছর বয়সী এবং ৭০ বছর বয়সী দুই নারী। দুই নারী মাথায় আঘাত ও পায়ে আঘাত পেয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
উল্লেখ্য, এর আগে খেরসন অঞ্চলের ডান তীরে, পুলিশ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ান সেনাবাহিনীর ২২ টি যুদ্ধাপরাধ রেকর্ড করেছে ইউক্রেনের জাতীয় পুলিশ।
ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, রাশিয়ানরা একাধিক লঞ্চ রকেট সিস্টেম, আর্টিলারি, মর্টার, বিমান এবং ইউএভি দিয়ে বেরিস্লাভ এবং খেরসন জেলার বসতিগুলোতে ক্রমাগত গোলাবর্ষণ চালিয়েছে।