নজরে ইউক্রেন, এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

ইউক্রেনের বিমানঘাঁটিতে অত্যাধুনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন,ম

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের বিমান বাহিনী শুক্রবার দাবি করেছে, রাশিয়া ইউক্রেনের পাইলটদের লক্ষ্য করে অত্যাধুনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সামরিক কর্মকর্তারা বলছেন, রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি কেএইচ-৪৭ ভূপাতিত করা হয়েছে। বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, 'অন্য তিনটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সামরিক বিমানঘাঁটির কাছে আঘাত হেনেছে। পশ্চিম ইউক্রেনের স্টারোকোস্টিয়ানটিনিভ বিমানঘাঁটিকে প্রায়শই লক্ষ্যবস্তু করা হয়, শুক্রবার ভোরে ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের পশ্চিম ইউক্রেনের কোলোমিয়া এয়ারফিল্ডকে লক্ষ্য করে হামলা চালানো হয়।' 

ইহনাত বলেন, 'এবার আমাদের তরুণদের টার্গেট করা হয়েছে। আমাদের তরুণ পাইলটরা যারা শীঘ্রই প্রশিক্ষণের জন্য যাবে। একটি ক্ষেপণাস্ত্র কিয়েভ অঞ্চলের ওপর দিয়ে ভূপাতিত করা হয়।'