নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার গোলযোগপূর্ণ উত্তর ককেশাস অঞ্চলে বন্দুকযুদ্ধে ইসলামিক স্টেটের (আইএস) ছয় সদস্য নিহত হয়েছে, যাকে দেশটির জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএসি) বর্ণনা করেছে 'সন্ত্রাসবিরোধী অভিযান' হিসেবে।
এনএসির এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার আধা-স্বায়ত্তশাসিত ইঙ্গুশেতিয়া প্রজাতন্ত্রের প্রায় ৩০ হাজার বাসিন্দার শহর কারাবুলাকের তৃতীয় তলার একটি অ্যাপার্টমেন্টে ওই ছয় ব্যক্তি নিজেদের ব্যারিকেড করে রেখেছিলেন। রাশিয়ার ইন্টারফ্যাক্স এজেন্সি জানিয়েছে, এরপর আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের নিকটবর্তী একটি স্কুলে সরিয়ে নেওয়া হয়।