নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের রাজধানী কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে কিয়েভে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো বলেন, 'বিমান প্রতিরক্ষা বাহিনী হামলা প্রতিহত করছে, তবে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।'
ক্লিটস্কো বলেন, "শহরে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এয়ার ডিফেন্স কাজ করছে। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে বলা হয়েছে। ডার্নিটস্কি জেলায় অ-আবাসিক ভবন ধ্বংস করা হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।"
রাজধানীর কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়েও সতর্ক করেছেন ক্লিটস্কো।
কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, 'অন্তত দুটি জেলায় ধ্বংসাবশেষ পড়ে গেছে।'