নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ছয়টি হামলা চালিয়েছে রুশ বাহিনী। খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিহুবভ বলেন, "শহরের স্লোবিদস্কি জেলা হামলার কেন্দ্রবিন্দু। বেসামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে, হতাহতের তথ্য যাচাই করা হচ্ছে।"
খারকিভের মেয়র ইহোর তেরেখোভ বলেন, "শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পরিষ্কার করা হচ্ছে।"
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এই হামলা চালানো হয়েছে, যখন কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে রাজধানীও রাশিয়ার হামলার শিকার হয়েছে।