নিজস্ব সংবাদদাতা: চন্দ্রযান ৩ চাঁদে পৌঁছানোর পরই রোভার ‘প্রজ্ঞান’ আমাদেরকে একের পর এক তথ্য দিয়ে যাচ্ছে চাঁদ সম্পর্কে। সেই সকল তথ্যে ইসরোর পাশাপাশি দেশের মানুষরাও চমকে উঠছেন। যে চাঁদকে কবি প্রেমের মাধ্যম বা বিরোহের সঙ্গী বলে জেনে এসেছিল মানুষ, আজ তাই যেন রহস্যময়ী কোনও রূপকথা। যার পরতে পরতে রয়েছে শুধুই রোমাঞ্চকর রহস্য। এমনই এক রহস্য উন্মোচিত হল এবার। চাঁদের মাটিতে ধরা পড়ল ভূমিকম্প!
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চাঁদের মাটিতে ভূমিকম্প হয়েছে। সেই প্রাকৃতিক ভূমিকম্প রেকর্ডও করা হয়েছে। লুনার সিসমিক অ্যাক্টিভিটি পেলোড রেকর্ড করেছে। ইসরো জানিয়েছে, ল্যান্ডার বিক্রম বর্তমানে চন্দ্রপৃষ্ঠে কাজ করছে তা চাঁদে ভূমিকম্পের ঘটনা বুঝতে পেরেছে। প্রজ্ঞান রোভার এবং অন্যান্য পেলোডগুলিও এই সম্পর্কিত ডেটা পাঠিয়েছে এবং সেই বিষয়ে এখন রিসার্চ করে খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।