লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের রুটমার্চ

সামনে হতে চলেছে লোকসভা নির্বাচন।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়াঃ সামনে হতে চলেছে লোকসভা নির্বাচন যদিও এখন নির্বাচনের দিনক্ষণ ঠিক করেননি নির্বাচন কমিশনার। কিন্তু নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন নির্বাচন কমিশনার। পুরো ভারতের সাথে সাথে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনার জেলার ডিএম এবং এস পি দের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে নির্দেশ দেওয়া আছে রাজ্যের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে, যাথে না কোন অপৃতকর ঘটনা ঘটে সেই দিকে সজাগ রাখতে পশ্চিম বর্ধমানে প্রায় ৬ কম্পানি কেন্দ্র বাহিনী এসেছে। এরই মধ্যে প্রত্যেকটা থানায় এক প্লাটন কম্পানি করে দেওয়া হয়েছে বলে খবর , যেখানে গতকাল থেকেই জামুড়িয়া রানীগঞ্জ বারাবনিনসহ একাধিক এলাকায় কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশের রুটমার্চ হতে দেখা গিয়েছে।

একই চিত্র দেখা গেল বর্ধমানের জামুরিয়ায়। রাজ্য পুলিশ এবং কেন্দ্র বাহিনী সকাল থেকে রুটমার্চ করতে দেখা গেল এমনকি কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশ এলাকাবাসীদের সাথে কথা বলতেও দেখা গিয়েছে, জিজ্ঞেস করা হলো সুবিধা অসুবিধার কথা। আজ জামুরিয়ার এই রুটমার্চে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল বিমান কুমার মির্ধা , জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত রাজশেখর মুখার্জি , এস আই মিহির কুমার দে আরো পুলিশ আধিকারিকদের দেখা যায়। 

Add 1