নিজস্ব সংবাদদাতাঃ ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে অন্তত দুটি কাতিউশা রকেট ছোঁড়া হয়েছে বলে মঙ্গলবার ভোরে জানিয়েছেন দুই ইরাকি সামরিক কর্মকর্তা। আকাশ প্রতিরক্ষা বাহিনী রকেটগুলোকে বাধা দিয়েছে বলেও জানিয়েছে তারা।
দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে তিনটি রকেট ছোঁড়া হয়েছে, এর মধ্যে একটি রকেট ইরাকি সন্ত্রাসবিরোধী বাহিনীর ব্যবহৃত ভবনগুলোর কাছে পড়েছে, এতে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু গাড়িতে আগুন লেগেছে, তবে কেউ হতাহত হয়নি।
গত ১১ সেপ্টেম্বর বাগদাদে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক স্থাপনায় হামলা চালানো হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলার বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি মার্কিন দূতাবাসের মুখপাত্র।
যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের বিরল আঞ্চলিক অংশীদার ইরাকে ২,৫০০ মার্কিন সেনা রয়েছে এবং এর নিরাপত্তা বাহিনীর সাথে ইরান সমর্থিত সশস্ত্র দলও রয়েছে।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর বারবার হামলা চালিয়ে আসছে।