নিজস্ব সংবাদদাতা: সর্বদলীয় বৈঠক সম্পর্কে আরজেডি নেতা মনোজ ঝা বলেছেন, "এটা অর্থহীন হয়ে যাচ্ছে। সর্বদলীয় বৈঠক হলে আলোচনা করতে হবে। এটা একটা অর্থহীন মহড়ায় পরিণত হয়েছে, যার কোনও প্রতিফলন সংসদে নেই।
সরকার 'আমার পথ বা রাজপথ' হিসেবেই কাজ করে। তারাও ম্যান্ডেটগুলোও পড়তে পারছে না।
বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের কথা বলা উচিত। এটা হলে সংসদ ভালোভাবে চলবে। বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ, এটি একটি 'সাধারণ বাজেট' ছিল, এখন এটি "খাস বাজেট" হয়ে গেছে। সমাজে আয়ের বৈষম্য বেড়েছে।"