নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ স্থানীয়রা চাকরি পাচ্ছে না অথচ বহিরাগতরা দিব্বি কাজ করছে কারখানায়। বারবার বলেও কাজের কাজ কিছু না হওয়াতে আজ দুর্গাপুরে কোকওভেন থানার অন্তর্গত নামো সগরভাঙার একটি বেসরকারি ইস্পাত কারখানার গেট আটকে দিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয় মানুষজন। এদের অভিযোগ কারখানার ভেতর অনেক সার্ব মার্শাবেল পাম্প লাগানো হয়েছে যার জেরে এলাকায় জলের সংকট তৈরী হচ্ছে, গরমকালে এটা ভয়ঙ্কর আকার ধারণ করে, অথচ সব কষ্ট সহ্য করার পরও কর্তৃপক্ষ বাইরের লোককে কাজে নিচ্ছে আর স্থানিয়দের বঞ্চিত করছেন এটা কেন হবে ?
কারখানার গেট আটকে স্থানীয়দের তুমুল বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা তৈরী হয় কারখানা চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী, কিন্তু পুলিশকে ঘিরে ধরেও তুমুল ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। অভিযোগ সমস্যাটা আজকের নয়, দীর্ঘদিন ধরে চলা। এবারও সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। কাজের দাবি মানা না হলে এবার লাগাতার আন্দোলনে নামার হুশিয়ারী দিয়েছে এই ইস্যুতে।