রেল হাসপাতালে উদ্ধার কর্মীর ঝুলন্ত মৃতদেহ, বিক্ষোভে পরিবার

বিক্ষোভে পরিবার।

author-image
Adrita
New Update
h

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: অন্ডালের পূর্ব রেলওয়ে হাসপাতালে এক রেলকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে হাসপাতালের বাথরুম থেকেই উদ্ধার কড়া হয় তাঁর মৃতদেহ। জানা গিয়েছে মৃত রেলকর্মীর নাম মৃত্যুঞ্জয় মাঝি, বয়স আনুমানিক ৪৬। তিনি রেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পোস্ট ট্রাক মেইন্টেনার হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে।

মৃত রেলকর্মীর বাড়ির লোকের অভিযোগ, পূর্ব রেলওয়েতে কর্মরত মৃত্যুঞ্জয় মাঝিকে  তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালিয়েছে আর সেই কারণেই মানসিক অবসাদে ভুগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত রেলকর্মীর স্ত্রী অর্পিতা মাঝি  অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরেই তার স্বামীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বিভিন্নভাবে মানসিকভাবে নির্যাতন চালাচ্ছিল। এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করা হয়েছিল তাকে। তাতে সমস্যা হওয়ায় রেলের বিভিন্ন দপ্তরে জানানোর পরও কেউ সাহায্য করেনি, আর সেই কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মৃত্যুঞ্জয়। মানসিকভাবে ভেঙে পড়ায় শারীরিক অবনতি হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে এবং তার ঊর্ধ্বতন আধিকারিকদের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এই আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ তার পরিবারের।

জানা গিয়েছে, এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অন্ডালের রেল হাসপাতাল চত্বরে। মৃত রেলকর্মী মৃত্যুঞ্জয়ের এক সহকর্মী জানান, ' রেলের আধিকারিকরা মৃত্যুঞ্জয়কে নানানভাবে মানসিক নির্যাতন চালিয়েছে, আর সেই কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তাই তিনি মনে করেন এটা আত্মহত্যা নয়, এটা এক ধরনের হত্যা। বেলা বাড়তে ঘটনাস্থলে আসে রেলের উচ্চতর আধিকারিকরা। তাদের দেখেই বিক্ষোভ দেখাই মৃতের সহকর্মী থেকে শুরু করে পরিবারের লোকজন।