বিপর্যস্ত ঘোড়ামারা! তার ওপর লুটপাট!

'রেমাল'-এর দাপট থেকে বাঁচতে ফ্লাড শেল্টারে আশ্রয় নিয়েছে সাগরের বাসিন্দারা। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
কী

নিজস্ব সংবাদদাতা: প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটে ক্ষতিগ্রস্ত সাগরের ঘোড়ামারা দ্বীপ। যদিও গতকাল বিকেলের মধ্যেই ওই অঞ্চলের অধিকাংশ স্থানীয় বাসিন্দা, মিলন বিদ্যাপীঠের পাশের ফ্লাড শেল্টারে গিয়ে উঠেছেন। তবুও, তাদের চোখে-মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসে ছোট হয়ে আসছে পাত্রপাড়া, গিরিপাড়া মাইতিপাড়ার মতো গ্রামগুলির পরিধি।

cyclone 1.png

প্রতিবার দুর্যোগ এলেই নিজেদের বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বিরক্ত হন তারা। গ্রামবাসীদের একাংশের অভিযোগ যে, প্রতিবার গ্রামের বাইরে ফ্লাড শেল্টার থেকে ফিরে এসে তারা দেখেন যে ঝড়ে সেরকম কিছু ক্ষতি না হলেও তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র লুট হয়ে যায়। 

cyclone 1 .jpg
অন্যদিকে, স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ফ্লাড শেল্টারে যারা আশ্রয় নিয়েছেন তাদের খাবার, পানীয় জল, ওষুধ এবং আলোর ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই। এছাড়া ঝড়ের জন্য জেনারেটরেরও ব্যবস্থা করেছে প্রশাসন।

Add 1