সম্পর্কের মেয়াদ সারা জীবনের না-ও হতে পারে
মনপ্রাণ দিয়ে যাঁকে ভালবাসছেন, তাঁর সঙ্গে বাকি জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন থাকে সবার। ভালবাসার মানুষকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন নিয়েই প্রেম শুরু হয়। কিন্তু জীবন অনিশ্চিত। শুরুটা মসৃণ হলেও মাঝপথে চ়ড়াই-উতরাই আসবে না, সেটা কেউ জানে না।