নিজস্ব সংবাদদাতা: যত সময় গড়াচ্ছে ততোই যেন চতুর্থ দফা ভোট আকর্ষণীয় হয়ে উঠছে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফা নিজেই নিজের রেকর্ড ভাঙছে। ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনে। মোট ৮টি আসনে হচ্ছে আজকের ভোট গ্রহণ পর্ব। আর তাতেই অভিযোগের নিরিখে কে প্রথমে তার জোর টক্কর চলছে।
সকাল ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনে মোট অভিযোগ জমা পড়েছে ১০৮৮টি। যার মধ্যে আগেই ৯৯টি অভিযোগ সমাধান করে দিয়েছিল কমিশন।
সকালে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছিল কৃষ্ণনগর-রানাঘাট থেকে। সেখান থেকে অভিযোগ জমা পড়েছিল ৯৭ টি। কিন্তু এবারে নদীয়া জেলাকে টক্কর দিল পূর্ব ও পশ্চিম বর্ধমান। বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব থেকে পাওয়া অভিযোগের সংখ্যা ২৪৫টি। সেখানে কৃষ্ণনগর ও রানাঘাটের অভিযোগের সংখ্যা ১৯৯টি। এছাড়াও, বহরমপুর থেকে ১৪১টি, আসানসোল থেকে ৮৮টি, বোলপুর-বীরভূম থেকে ১০৪টি অভিযোগ জমা পড়েছে।
এর মধ্যে বিজেপির পক্ষ থেকে ৬, তৃণমূল ১, সিপিআইএম ৭২, কংগ্রেস ৬০ টি অভিযোগ জমা দিয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। তবে রেকর্ড সংখ্যক অভিযোগ জমা পড়ায় বেশ চিন্তিত নির্বাচন কমিশন। রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচন কমিশনও।