নিজস্ব সংবাদদাতাঃ সশস্ত্র বিদ্রোহীরা রবিবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে চীনা পরিচালিত একটি সোনার খনি শহরে হামলা চালিয়ে অন্তত চারজনকে হত্যা করেছে।
স্থানীয় সরকারের মুখপাত্র ম্যাক্সিম বালু বলেন, "সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজের সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট কোয়ালিশন অব প্যাট্রিয়টস ফর চেঞ্জ রাজধানী বাঙ্গুই থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে গাগা গ্রামে এই হামলা চালায়।"
তিনি বলেন, 'মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং তাদের মধ্যে নিকটবর্তী খনিতে কাজ করা বেশ কয়েকজন ব্যক্তিও রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।'