রাশিফল জানতে তৈরি? দ্বিতীয় ভাগ- তুলা, বৃশ্চিক, ধনু, মকর ও কুম্ভ- প্রথম ভাগের লিঙ্ক থাকছে শেষে

তুলা, বৃশ্চিক, ধনু, মকর ও কুম্ভর রাশিফল জানুন।

author-image
Aniket
New Update
Horoscope

File Picture

নিজস্ব সংবাদদাতা: তুলা, বৃশ্চিক, ধনু, মকর ও কুম্ভর আজকের রাশিফল কেমন যাবে?

তুলা রাশি- দিনটি খুবই শুভ হবে। আপনার জীবনে শুভ দিন চলছে। শুভ সময় আপনার জীবনভর থাকবে। পারিবারিক কোনও মানুষের বড় সাহায্য পেতে চলেছেন। ঈশ্বরের ওপর ভরসা রাখুন। 

বৃশ্চিক রাশি- দিনটিতে বিশেষ কোনও বাধা থেকে মুক্তি পাবেন। কেউ অশান্তির কারণে আপনাকে ছেড়ে সাময়িক সময়ের জন্য চলে যেতে পারে। প্রেমের জন্য দিনটি ভালো। ঝগড়া অশান্তি এড়িয়ে চলুন। নিজেকে গুছিয়ে রাখুন। 

ধনু রাশি- কাছের কেউ আপনার জীবনে বড় ভূমিকা রাখতে পারে আজ। আজকের দিনটিতে আপনি বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। দিন শেষে ঈশ্বরের ওপর ভরসা রাখবেন। কোথাও পুজো দিয়ে আসতে পারেন।

Horoscope

মকর রাশি- খুব একটা ভালো দিন নয়। যানবাহন চালানো থেকে আজ আপনার দূরে থাকা উচিত। নয়ত বিপদ ও আর্থিক ক্ষতি দুইয়ের সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি খুব  একটা ভালো যাবে না। বড় কোনও কাজের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।   

কুম্ভ রাশি- আজ প্রাপ্তি যোগ প্রবল। লটারি থেকে আয় হতে পারে। বিশেষ কোনো দামি উপহার পেতে পারেন। বাড়িতে সম্মানীয় কোনো ব্যক্তি আসতে পারে। দামি কিছু খুঁজে পেতে পারেন।

প্ৰথম ভাগে মেষ, বৃষ, কর্কট, সিংহ ও কন্যা রাশির ভাগ্য জানতে ক্লিক করুন।

মীন ও মিথুন রাশির ভাগ্য জানতে ক্লিক করুন। 

Adddd

 , , . . . . . . . . . .