নিজস্ব সংবাদদাতা: মেষ, বৃষ, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল কেমন যাবে?
মেষ রাশি- দিনটি শুভ হবে। কোনো কাছের মানুষের সঙ্গে দেখা হওয়ায় মন ভালো হয়ে যাবে। অভিজ্ঞ ব্যক্তির থেকে মূল্যবান জ্ঞান পেতে পারেন। দিন শেষে সব ভালো হবে।
বৃষ রাশি- দিনটিতে বিশেষ কোনও চিন্তা থেকে মুক্তি পাবেন। কিছু চুরি যেতে পারে। প্রেমের জন্য দিনটি ভালো। ঝগড়া অশান্তি এড়িয়ে চলুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।
কর্কট রাশি- অতীতের কেউ জীবনে ফিরে আসতে পারে আজ। আজকের দিনটিতে আপনি সামান্য বিপদে পড়তে পারেন। দিন শেষে ঈশ্বরের ওপর ভরসা রাখবেন। কোথাও পুজো দিয়ে আসতে পারেন।
সিংহ রাশি- খুব ভালো একটি দিন। তরল নেশা জাতীয় পানীয় থেকে আজ আপনার দূরে থাকা উচিত। নয়ত বিপদ ও লজ্জা দুইয়ের সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে।
কন্যা রাশি- আজ প্রাপ্তি যোগ প্রবল। সঙ্গে খরচও হবে। ভালোবাসার মানুষের কাছে বিশেষ উপহার পাবেন। বাড়িতে অতিথি আসতে পারে। দামি কিছু হারিয়ে যেতে পারে।