Rath Yatra 2023: রথযাত্রা উপলক্ষ্যে সুদর্শনের দর্শনকলা

পুরীর সমুদ্রতটকে সাজিয়ে তুললেন বালি শিল্পী সুদর্শন পট্টনায়ক। পুরীর সমুদ্রতট ঘিরে তৈরী হয়েছে পুরীর ছোট্ট রথ। রয়েছে তিনটি রথই আর সঙ্গে রয়েছে আড়াইশোটি নারকেল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (19) (1)

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: শুভ রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে ওড়িশা। আজ ওড়িশার পরতে পরতে রয়েছে জগন্নাথ দেবেরই ছোঁয়া। সেই সঙ্গে সেজে উঠেছে পুরীর সমুদ্রতটও।

মূলত, পুরীর সমুদ্রতটকে সাজান বালি শিল্পী সুদর্শন পট্টনায়ক। তাঁর হাতের ছোঁয়ায় বালি যেন আলাদাই রূপ পায়। এদিনও ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে বালিতটকে সাজিয়েছেন তিনি। তাঁর বালি শিল্পে ব্যবহার করেছেন আড়াইশোটি নারকেল। আর সম্পূর্ণ শিল্প কাজে স্থান পেয়েছে পুরীর রথ। দেখুন সেই অসাধারণ ভিডিও।