দিশা দেখালেন পথিকৃৎ, 'রোল কাকু'র সন্তানদের জন্য বিরাট উদ্যোগ Rapido-র

ভাইরাল রোল কাকুর পাশে দাঁড়াল অ্যাপ বাইক সংস্থা Rapido। 

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: সরকারি চাকরি ছেড়ে মানুষের জন্য পথে নেমেছিলেন পথিকৃৎ। নিশ্চিত জীবনযাপন ত্যাগ করে শুধুমাত্র ওদের মানুষ করার লক্ষ্যে ডেলিভারি বয়ের কাজ শুরু করেছিলেন তিনি। সেই ভাইরাল রোল কাকুর পাশে দাঁড়াল অ্যাপ বাইক সংস্থা Rapido। 

publive-image

দমদম ক্যান্টনম্যান্ট স্টেশনের কাছের ঝুপড়ির বাচ্চাদের জন্য ওই অ্যাপ বাইক সংস্থা Rapido-র তরফে তুলে দেওয়া হল খাতা, পেন এবং 'রোল কাকু'র প্রতি সম্মানে এগ রোল। এর সঙ্গেই 'রোল কাকু' যেহেতু বাইক রাইডার, তাঁকে দেওয়া হল হেলমেট। এমনকী ওই শিশুদের জন্য ভবিষ্যতেও সমাজসেবী পথিকৃৎ সাহার পাশে থাকার বার্তাও দিয়েছে ওই সংস্থা।

এদিন অ্যাপ বাইক সংস্থা Rapido-র পক্ষে উপস্থিত ছিলেন সুমন মণ্ডল। তাঁর কথায়, "আমি অবাক হয়েছি এমন মানুষও আজকাল আছেন। উনি যে আমাদের জন্য সাড়া দিয়েছেন এর জন্য Rapido কৃতজ্ঞ। চেষ্টা করছি এই বাচ্চাদের পাশে দাঁড়ানোর। আমি কথা বলব, আমার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে।'' 'রোল কাকু' পথিকৃৎ সাহা বলেন, "আমিও খুশি এক সাংবাদিক দাদার জন্য এই সুযোগ এসেছে। Rapido আমাদের পাশে দাঁড়িয়েছে। আমার লক্ষ্য সবার পেটে খাবার থাকুক। প্রায় ৪০০-র বেশি শিশুকে রাজ্যের প্রত্যন্ত এলাকায় গিয়েও শিক্ষার ব্যবস্থা করেছি বিনামূল্যে। চাকরি ছেড়েছিলাম। আমার ধ্যান-জ্ঞান ওঁরা। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। মহারাজ সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা হয়েছে। আমি চাই আমার এই স্বপ্ন, সবার পেতে ভাত, সবার জন্য শিক্ষা, যেন সফল হয়।''