নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জ্যানেজ লেনারসিক এক টুইট বার্তায় বলেন, "ইরানের সহায়তার অনুরোধের প্রেক্ষিতে আমরা ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জরুরি ব্যবস্থাপনা পরিষেবা র্যাপিড রেসপন্স ম্যাপিং সার্ভিস সক্রিয় করছি, যাতে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়।"