নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের শুরুটা যেন হল আগুন দিয়েই। প্রথমে বড়বাজারে নাথুয়া মসজিদের সামনে প্লাস্টিক গুদামে আগুন আর তারপর ট্রেনে ছড়ালো আগুন আতঙ্ক। রাঁচী-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন আতঙ্কে লাইনেই দাঁড়িয়েই গেল ট্রেন।
এদিন সকালে রাঁচী স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই ট্রেনে ধোঁয়া দেখা যায়। যা নিয়ে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি ধোঁয়া দেখে মাঝ রাস্তাতেই ট্রেন দাঁড় করিয়ে দেয় চালক। লাইনেই নেমে পড়েন যাত্রীরা। পরে রেলের কর্মীরা এসে পরিস্থিতি খতিয়ে দেখে। প্রায় ঘন্টাখানেক পরে স্বাভাবিক হলে হাওড়ার উদ্দেশ্যে ফের যাত্রা শুরু করে ইন্টারসিটি এক্সপ্রেস।