নিজস্ব সংবাদদাতা: মণিপুর নিয়ে যখন গোটা দেশ সরগরম এবং তাঁর আঁচে তপ্ত সংসদ, ঠিক সেই সময় সাংসদ পীযূষ গোয়েলের মুখে শোনা গেল রাজস্থান প্রসঙ্গ।
এদিন অধিবেশন শুরুর পরই রাজ্যসভায় সাংসদ তথা মন্ত্রী পীযূষ গোয়েল বিধি ১৭৬ এর অধীনে রাজস্থানে মহিলাদের উপর অত্যাচার নিয়ে আলোচনার দাবি জানান। আর তাতেই তখন বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। ফলে ফের শোরগোলে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভার কক্ষ।