দীর্ঘ ১০ মাস বেতন বন্ধ! বাধ্য হয়ে রাস্তায় নামলেন শিক্ষক-শিক্ষিকারা

রাজ্যে ফের একবার আন্দোলনে নামলেন শিক্ষক-শিক্ষিকারা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল,ম

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ ১০ মাস ধরে বেতন বন্ধ। আর তাতেই ক্ষোভে ফুঁসছেন জেলার রাজবংশী ভাষার শিক্ষক-শিক্ষিকারা। বকেয়া বেতন দেওয়ার দাবিতে শুক্রবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান করে ‘দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’। এদিন বালুরঘাট শহরে মিছিল করে এসে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হন সংগঠনের সদস্যরা। অবস্থান যে হতে চলেছে সেই খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে। সে কারণে বিশৃঙ্খলা এড়াতে প্রচুর পুলিশও মোতায়েন ছিল বালুরঘাট ডিএম অফিস চত্বরে।

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় ১৬ টি স্কুলে রাজবংশী ভাষায় পঠনপাঠনের জন্য ৪৩ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হয় গত ডিসেম্বর মাসে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ ১০ মাস হয়ে গেলেও, এখনও পর্যন্ত বেতন পাননি ওই সমস্ত শিক্ষক-শিক্ষিকারা। বকেয়া বেতনের দাবিতে এদিন দি গ্রেটার কোচবিহার পিপল’স অ্যাসোসিয়েশনের ব্যানারে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দফতরের সামনে গণ অবস্থান এবং পরবর্তীতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করা হয়। দ্রুত অবস্থার বদল না হলে তাঁরা আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।