রাতভর তান্ডব, চাষের জমিতে প্রভূত ক্ষয়ক্ষতি, মাথায় হাত কৃষকদের

মাথায় হাত কৃষকদের l

author-image
Adrita
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে খাবারের খোঁজে হাতির পাল জঙ্গল লাগোয়া কৃষি জমিতে নেমে পড়ে।বন দপ্তরের হুলাপার্টি সেই হাতির দলকে তাদের নির্দিষ্ট পথে নিয়ে চলে যায় স্বাভাবিক নিয়মে।বিগত কয়েকবছর ধরে চিত্রটা পাল্টে গেছে,এলাকায় হাতি আসলেই গভীর জঙ্গলে ঢুকে বা হাতি দেখতে জঙ্গলে উৎসুক জনতার ভিড় ক্রমশ বেড়ে চলেছে।আর উৎসুক জনতার হাতির পালকে বিভিন্ন উপায়ে উত্যক্ত করার প্রবনতা ক্রমশ বেড়ে চলেছে। এতে অতীতে একাধিক প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে কিন্তু তাতেও হুঁশ ফিরেনি হাতি দেখতে যাওয়া উৎসুক জনতার।

প্রসঙ্গত,গত তিনদিন যাবৎ চন্দ্রকোনা ও চন্দ্রকোনা লাগোয়া গড়বেতার জঙ্গলে ৫০-৬০ টি হাতির পাল এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে।শনিবার চন্দ্রকোনার ধামকুড়িয়া বিট থেকে এই হাতির পালটি পাশ্ববর্তী গড়বেতার কামারখালী জঙ্গলে প্রবেশ করে।তার আগে এই হাতির পাল চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের একাধিক এলাকায় তান্ডব চালিয়ে বিঘার পর বিঘা জমির আলু জমির পাশাপাশি সবজি ও খামারে থাকা ধান খেয়ে নষ্ট করেছে।

জানা গিয়েছে, গত দু'দিন ধরে চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় হাতির পাল দাপিয়ে বেড়িয়ে তান্ডব চালানোয় কৃষকের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। এলাকা কবে অন্যত্র হাতির পাল সরে সেদিকেই তাকিয়ে কৃষকরা। হাতি দেখতে যাওয়া উৎসুক জনতাকে কড়া হাতে নিয়ন্ত্রণ করে হাতিকে ড্রাইভ করে অন্যত্র নিয়ে যাক বন দপ্তর ও প্রশাসন এমনই দাবি এলাকাবাসী থেকে স্থানীয় কৃষকদের। জানা গেছে, রবিবারও কামারখালী জঙ্গল থেকে হাতির পালটি বেরিয়ে রাতে চন্দ্রকোনার ভগবন্তপুরের খিরাটি হয়ে কাসীপাতা, ইশনগর হয়ে শিলাবতী নদী পেরিয়ে পাঁচামী এলাকায় ঢুকে পড়ে।শনিবার রাতেও এই একই পথ দিয়ে হাতির পালটি একাধিক গ্রামের উপর দিয়ে গিয়ে সেখানকার জমির ফসল নষ্ট করে।