নিজস্ব সংবাদদাতাঃ অর্জুন সিংহের বিতর্কিত মন্তব্যে এবার সরব হলেন রাহুল সিনহা। ভোটের আগে ফের বিতর্কিত মন্তব্যে জড়ালেন অর্জুন সিংহ। তিনি বলেন ' যারা গলা কেটে নেয়, যারা এলাকায় কাজ করার জন্য টাকা চাইছে, তাদের বুথে বসাবেন না। এমন লোককে তৃণমূলের এজেন্ট হিসেবে ভোটাররা দেখলে ভোটের আগেই আপনি হেরে যাবেন। '
তবে এর পাল্টা জবাব দিতেও ছাড়েননি রাহুল সিনহা। তিনি পাল্টা জবাবে জানিয়েছেন যে, ' তৃণমূলে ফিরে ঠিকমত স্বস্তিতে নেই অর্জুন সিংহ। আসলে বুথে যাদের বসাবে না বলছন একসময় তাঁদেরই উনি বসাতেন। আর তাঁদের নিয়েই ভোট করতেন। এখন এইসমস্ত নীতিকথা শুনিয়ে কিছুটা মানুষের মন পেতে চাইছে, তৃণমূলকে কিঠুটা সতর্ক করে জায়গা পেতে চাইছে, আর কিছুই না। '
অর্জুন সিংহর বিতর্কিত মন্তব্যের পাল্টা জবাব দিলেন রাহুল সিনহা
রাজনৈতিক তর্জা শুরু।
Follow Us
নিজস্ব সংবাদদাতাঃ অর্জুন সিংহের বিতর্কিত মন্তব্যে এবার সরব হলেন রাহুল সিনহা। ভোটের আগে ফের বিতর্কিত মন্তব্যে জড়ালেন অর্জুন সিংহ। তিনি বলেন ' যারা গলা কেটে নেয়, যারা এলাকায় কাজ করার জন্য টাকা চাইছে, তাদের বুথে বসাবেন না। এমন লোককে তৃণমূলের এজেন্ট হিসেবে ভোটাররা দেখলে ভোটের আগেই আপনি হেরে যাবেন। '
তবে এর পাল্টা জবাব দিতেও ছাড়েননি রাহুল সিনহা। তিনি পাল্টা জবাবে জানিয়েছেন যে, ' তৃণমূলে ফিরে ঠিকমত স্বস্তিতে নেই অর্জুন সিংহ। আসলে বুথে যাদের বসাবে না বলছন একসময় তাঁদেরই উনি বসাতেন। আর তাঁদের নিয়েই ভোট করতেন। এখন এইসমস্ত নীতিকথা শুনিয়ে কিছুটা মানুষের মন পেতে চাইছে, তৃণমূলকে কিঠুটা সতর্ক করে জায়গা পেতে চাইছে, আর কিছুই না। '