নিজস্ব সংবাদদাতা: একাধিক বিরোধী নেতা তাদের অ্যাপল ডিভাইসের 'হ্যাকিংয়ের' অভিযোগ তুলেছেন। যে ম্যাসেজ অ্যালার্ট সম্প্রতি সবার ফোনেই আসছে সেরকমই ম্যাসেজ অ্যালার্ট এসেছে মহুয়া মৈত্র, শশী থারুর, রাঘব চাড্ডাদের ফোনে। যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি বিরোধী নেতা-নেত্রীরা। এদিন সেই বিষয়কে কেন্দ্র করেই সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
এদিন তিনি বলেন, “খুব কম লোক এর বিরুদ্ধে লড়াই করছে তবে আমরা ভয় পাই না। আপনি যত খুশি ফোন ট্যাপ করতে পারেন, আমি পাত্তা দিই না। আপনি যদি আমার ফোন নিতে চান, তাও আমি আপনাকে দিয়ে দেব”।
#WATCH | Delhi: On multiple opposition leaders allege 'hacking' of their Apple devices, Congress MP Rahul Gandhi says "...Very few people are fighting against this but we are not scared. You can do as much (phone) tapping as you want, I don't care. If you want to take my phone, I… pic.twitter.com/ioUowf4Pe8
— ANI (@ANI) October 31, 2023
একই সাথে এদিন তিনি বলেন, “আগে ভাবতাম ১ নম্বর প্রধানমন্ত্রী মোদী, ২ নম্বর আদানি এবং ৩ নম্বরে অমিত শাহ। কিন্তু এখন দেখছি এটা ভুল। ১ নম্বরে আদানি, ২ নম্বরে প্রধানমন্ত্রী মোদী এবং ৩ নম্বরে অমিত শাহ। আমরা ভারতের রাজনীতি বুঝতে পেরেছি এবং এখন আদানি জি পালাতে পারবেন না। বিভ্রান্তির রাজনীতি চলছে গোটা দেশ জুড়ে”।
#WATCH | Delhi: On multiple opposition leaders allege 'hacking' of their Apple devices, Congress MP Rahul Gandhi says "...Earlier, I used to think number 1 is PM Modi, number 2 is Adani and number 3 is Amit Shah, but this wrong, number 1 is Adani, number 2 is PM Modi and number 3… pic.twitter.com/2k80NUmloX
— ANI (@ANI) October 31, 2023
“আমার অফিসের অনেক লোক এই বার্তা পেয়েছে। কংগ্রেসে কেসি বেণুগোপাল জি, সুপ্রিয়া, পবন খেরাও এটা পেয়েছেন। বিজেপি তরুণদের মনোযোগ বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে আমরা ভয় পাচ্ছিনা”।
#WATCH | Multiple opposition leaders allege 'hacking' of their Apple devices, Congress leader Rahul Gandhi says, "A number of people in my office have got this message... In Congress, KC Venugopal ji, Supriya, Pawan Khera have got it too...They (BJP) are trying to distract the… pic.twitter.com/1euRYvAL6o
— ANI (@ANI) October 31, 2023