ব্রেকিং: বিরাট ‘স্বস্তি’, রাহুলকে নিয়ে সামনে এল গুরুত্বপূর্ণ খবর

‘মোদী পদবী’ মামলায় বিরাট স্বস্তি পেলেন রাহুল গান্ধী। গুজরাট হাইকোর্টের রায়কে মান্যতা দিল না দেশের শীর্ষ আদালত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1689420510_rahul-gandhi.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ‘মোদী পদবী’ মামলায় বিরাট স্বস্তি পেলেন রাহুল গান্ধী। রাহুলের শাস্তির ওপর স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে স্বস্তি দেওয়ার সময় বলেছে যে ট্রায়াল কোর্টের আদেশের প্রভাব ব্যাপক। জনজীবনে গান্ধীর অবিরত থাকার অধিকারই শুধু ক্ষতিগ্রস্ত হয়নি বরং তাকে নির্বাচিত করা ভোটারদেরও গুজরাট হাইকোর্টের রায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই রায়কে মান্যতা দিচ্ছে না দেশের শীর্ষ আদালত।

 

জানা গিয়েছে, 'মোদী পদবী' নিয়ে মন্তব্যের জন্য ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় গুজরাট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দায়ের করা আবেদনের এদিন শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। রাহুল গান্ধীর পক্ষ থেকে এদিন ছিলেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু। প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে সওয়াল-জবাব শুরু করেন তিনি। আর তারপর তাঁর এই সওয়াল জবাবেই স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।