জম্মু-কাশ্মীরে জয়, হরিয়ানায় হার! নির্বাচন কমিশনে রাহুল-বিরাট হুঙ্কার

জম্মু-কাশ্মীর ও হরিয়ানার ভোটের ফলাফল নিয়ে বড় টুইট করলেন রাহুল গান্ধী।

author-image
Aniruddha Chakraborty
New Update
rahul gandhikl.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী টুইট করে জানিয়েছেন, 'জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা- ইডিয়া জোটের জয় সংবিধানের জয়, গণতান্ত্রিক আত্মসম্মানের জয়। আমরা হরিয়ানার অপ্রত্যাশিত ফলাফল বিশ্লেষণ করছি। বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে আসা অভিযোগ নিয়ে আমরা নির্বাচন কমিশনকে জানাব।' 

প্রসঙ্গত, ২০২৪ সালের জম্মু ও কাশ্মীরের ভোটের ফল পর্যালোচনা করার আগে ২০১৪ সালের ভোটের ফল দেখে নেওয়া যাক। ২০২৪-র বিধানসভা ভোটের আগে জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা ভোট হয়েছিল ২০১৪ সালে। সেই নির্বাচনে দুটি দলের আসন সংখ্যা বৃদ্ধি নজর টেনেছিল। তার মধ্যে একটি দল পিডিপি। আর দ্বিতীয় দলটি বিজেপি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে প্রথমবার শপথ নেওয়ার কয়েকমাস পর ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়। সেই নির্বাচনে মুফতি মহম্মদ সইদের পিডিপি পেয়েছিল ২৮টি আসন। ২০০৮ সালের আসনসংখ্যার চেয়ে ৭টি আসন বাড়ে তাদের। তবে সবচেয়ে বড় চমক দেয় বিজেপি। ২০১৪ সালে তারা ২৫টি আসন জেতে। যেখানে ২০০৮ সালে তারা পেয়েছিল ১১টি আসন। অর্থাৎ ১৪টি আসন বাড়ে বিজেপির।