‘পাপ্পুর জাদু কি ঝাপ্পি’, ক্ষুব্ধ বিজেপি

রাহুলের ‘ফ্লাইং কিস’-এর আঁচ আজও এসে পড়ছে সংসদ কক্ষে। আর এবার তা নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul home.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর 'ফ্লাইং কিস' প্রসঙ্গ এখনও ধিকিধিকি আগুন জ্বালিয়ে রেখেছে। আজ বাদল অধিবেশনের শেষ দিন। সেই দিনও ‘ফ্লাইং কিস’-এর আঁচ এসে পড়ছে সংসদ কক্ষে। আর এবার তা নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে।

শোভা জানিয়েছেন, “সংসদ এবং দেশকে অপমান করা কংগ্রেসের অভ্যাস। রাহুল গান্ধী ‘ফ্লাইং কিস’ দিয়ে সংসদকে অপমান করেছেন। এর আগে তিনি মোদিজিকে জড়িয়ে ধরেছিলেন। এমনকি প্রধানমন্ত্রী মোদিকে চোখও মেরেছিলেন সংসদে। আর এবার তৃতীয়বার তিনি ফ্লাইং কিস ছুঁড়ে দিলেন। এখান থেকেই তাঁর স্বভাব-চরিত্র প্রকাশ পায়”।