‘আমি মোদিজির জেলে যেতেও রাজি আছি’: রাহুল গান্ধী

“কন্যাকুমারী থেকে কাশ্মীর, অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা উপলব্ধির জন্যে আমি মোদিজির জেলে যেতেও রাজি আছি”, বললেন রাহুল গান্ধী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-08-09 131301.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সংসদে এদিন বক্তব্যের শুরুতেই রাহুল গান্ধী তাঁর ভারত জোড়ো যাত্রার অভিজ্ঞতার কথা তুলে আনেন। তাঁর অভিজ্ঞতার মাঝে মাঝেই বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা। কিন্তু তিনি একটু মজা নিয়েই বলেন, ‘কাল থেকে আমার বক্তব্য শুনবেন বলে ধৈর্য্য ধরে বসে আছেন। আজ আরও কিছুক্ষণ না হয় ধৈর্য্য ধরুন’।

আর এরপরই তিনি বলেন, “কন্যাকুমারী থেকে কাশ্মীর যে যাত্রা আমি করেছি, তার থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা উপলব্ধির জন্যে আমি যত দূর যেতে হয়, যেতে পারি। এমনকি মোদিজির জেলে যেতেও রাজি আছি”।

 

এদিন নিজের অভিজ্ঞতার পাশাপাশি মণিপুর ইস্যুতেও সরব হন কংগ্রেস সাংসদ।