নিজস্ব সংবাদদাতা: ওডিশার এক নির্বাচনী সভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, "এই ২০২৪ সালের নির্বাচন, দুটি মতাদর্শের মধ্যেকার লড়াই। কিন্তু এই প্রথমবার, একটি রাজনৈতিক দল দেশকে বলেছে যে তারা নির্বাচনে জিতলে, দেশের সংবিধানকে শেষ করে দেবে।
গরিব, পিছিয়ে পড়া দলিত, আদিবাসী, সংখ্যালঘু, কৃষক ও শ্রমিকদের এই সংবিধান অধিকার দিয়েছে।
আজ বিজেপির নেতারা বলছেন, তারা এই বইটি ছিঁড়ে ফেলে দেবেন। শুধু বিজেপি নয়, বিশ্বের কোনও শক্তি এই বইটিকে স্পর্শ করতে পারবে না।"