নিজস্ব সংবাদদাতাঃ রুশ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য উদ্ধৃত করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮৭.১৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতোনভ ৪.১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় এবং নিউ পিপলস পার্টির প্রার্থী ভ্লাদিস্লাভ দাভানকভ ৪.৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন। রাশিয়ার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপিআর) প্রার্থী লিওনিদ স্লুটস্কি গণনা করা ভোটের মাত্র ৩.১৫ শতাংশ ভোট পেয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন আরও ছয় বছরের জন্য ক্ষমতায় এসেছেন বলে জানা গিয়েছে। কট্টরপন্থী সাবেক এই গুপ্তচর ২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রুশ নেতা হওয়ার পথ প্রশস্ত করেছেন।