নিজস্ব সংবাদদাতা: টানা ভারী বৃষ্টিপাতের প্রভাব। আর তার জেরে প্লাবিত বিস্তৃর্ণ এলাকা। এমনই চিত্র এখন দেখা যাচ্ছে পাঞ্জাবে।
যা জানা যাচ্ছে, পাঞ্জাবের গুরুদাসপুরের কিছু অংশ ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। এসএসপি অশ্বিনী গোট্যাল এই বিষয়ে জানিয়েছেন, “পং বাঁধ থেকে জল ছাড়ার কারণে হোশিয়ারপুর, গুরুদাসপুরের বড় অংশ প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত আমরা প্রায় উদ্ধার করেছি ৭৫ জনকে। তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে”। ইতিমধ্যেই ২৪ জনের এনডিআরএফের একটি দল বাকিদের উদ্ধারকাজে নেমেছে।