আবার রাজনৈতিক তরজায় বিজেপির একনায়কতন্ত্র!

১৪০ কোটি জনগণকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
RG

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং আপ নেতা ভগবন্ত মান বলেছেন, "গতকাল থেকে গোটা দেশ ক্ষুব্ধ, বিজেপি ভারতে একনায়কতন্ত্র আনতে চায়৷ যেহেতু দিল্লিতে তাদের সরকার গঠিত হয়নি, তারা সরকারকে চলতে দিচ্ছে না।

CHGJ

তাদের হাতে সমস্ত ক্ষমতা দেওয়া রয়েছে। পাঞ্জাবে তাদের সরকার গঠিত হয়নি, তাই রাজ্যপাল হস্তক্ষেপ করবেন, পশ্চিমবঙ্গে তাদের সরকার গঠিত হয়নি, তাই তারা রাজ্যপালকে শাসন করতে চায়। বিআর আম্বেদকরের সংবিধান বিপদে আছে। আমি ১৪০ কোটি মানুষের কাছে আবেদন করতে চাই, যে সকলে এসে জড়ো হন নাহলে এই দেশ ধ্বংসের দিকে যাবে।"

 

Parties Must Answer For Past Actions': Punjab CM Bhagwant Mann Announces  Political Debate On Nov 1

 

Add 1

cityaddnew

স

স