জেনেরিওতে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগদান : ব্রাজিলে পৌঁছলেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী মোদি নাইজেরিয়া সফর শেষে ব্রাজিল পৌঁছেছেন এবং রিও ডি জেনেরিওতে ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির দর্শন করেছেন।

author-image
Debapriya Sarkar
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নাইজেরিয়া সফর শেষ করে ফেডারেটিভ রিপাবলিক অফ ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও পৌঁছেছেন। তাঁর তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে, প্রধানমন্ত্রী মোদি আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১৯তম G20 নেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

Modi

ব্রাজিলে পৌঁছানোর পর, প্রধানমন্ত্রী মোদি রিও ডি জেনেরিওর বিখ্যাত 'ক্রাইস্ট দ্য রিডিমার' মূর্তির ভিসুলস দেখেন। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং পরিচিত মূর্তি, যা ব্রাজিলের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি প্রতীক। এছাড়াও, প্রধানমন্ত্রী মোদির ব্রাজিল সফরের মূল লক্ষ্য হলো G20 শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা।