অলিম্পিকের আয়োজন করবে ভারত!

বিজেপির ইশতেহারে প্রস্তাবিত নানান প্রস্তাবনা নিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
GNHETMJD

নিজস্ব সংবাদদাতা: বিজেপির 'সংকল্প পত্র' বা ইশতেহার প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, "বিজেপির 'সংকল্প পত্র'-এর কাজ ৪ জুনের ফলাফলের পরপরই শুরু করা হবে৷ সরকার ইতিমধ্যেই ১০০ দিনের কর্ম পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে৷ দেশের মানুষের আশাই হল মোদির মিশন।

pmoop7.jpg

আমরা চন্দ্রযানের জন্য গর্বিত। এরপর আমরা গগনযানের জন্য গর্ব অনুভব করব। জি-২০ (G-20) সম্মেলন আয়োজন করার পর আমরা অলিম্পিক আয়োজনের জন্য যথাসাধ্য প্রচেষ্টা করব।

pmoop8.jpg

 

Add 1