লিলুয়ায় EVM মেশিন খারাপ, মার খেলেন প্রিসাইডিং অফিসার

প্রিসাইডিং অফিসারকে চড় থাপ্পড় মারার অভিযোগ তৃণমূলের বুথ এজেন্টের বিরুদ্ধে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dffdgrtyuj.png

File Picture

নিজস্ব সংবাদদাতা: লিলুয়ার ভারতীয় স্কুল ১৭৬ নম্বর বুথে ভোট প্রক্রিয়া এদিন সকাল থেকে শুরু হয় না ইভিএম মেশিন খারাপ থাকার কারণে। প্রায় ২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও ভোট শুরু না হওয়ায় মানুষের মধ্যে উত্তেজনা দেখা যায়। আর এমন অবস্থাতেই প্রিসাইডিং অফিসারকে চড় থাপ্পড় মারার অভিযোগ ওঠে তৃণমূলের বুথ এজেন্টের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই বুথে। বহু মানুষ ভোট না দিয়েই বাড়ি ফিরে জানান।

ওই প্রিসাইডিং অফিসারের বক্তব্য, তাকে চড় থাপ্পড় মেরে ভোট প্রক্রিয়া বন্ধ রাখা হয়। ঘটনার খবর পেয়ে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী আসলে তার সামনে প্রিসাইটিং অফিসার সম্পূর্ণ ঘটনা জানান এবং রথীন চক্রবর্তীর তত্ত্বাবধানে আবার ভোট প্রক্রিয়া শুরু হয় সেখানে। বিজেপি প্রার্থীর সরাসরি অভিযোগ শাসক দলের নেতা কৈলাস মিশ্রের নেতৃত্বে এই সম্পূর্ণ ঘটনা ঘটছে। যদিও এক্ষেত্রে কৈলাস মিশ্রের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এই ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

dsr65y65y.png

vote balurghat.jpeg

Add 1