সেনাবাহিনীর উপর সন্ত্রাসবাদীদের হামলা, কী বললেন রাষ্ট্রপতি!

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনাবাহিনীর উপর সন্ত্রাসবাদীদের হামলা সম্পর্কে সমাজমাধ্যমে পোস্ট করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
c

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনাবাহিনীর উপর সন্ত্রাসবাদীদের হামলা সম্পর্কে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন যে, "জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনা কর্মীদের একটি কনভয়ের উপর সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রমণ একটি কাপুরুষোচিত কাজ যা নিন্দা এবং দৃঢ় পাল্টা ব্যবস্থার দাবি রাখে।

Droupadi Murmu Biography, Age, Husband, Daughter, Religion, Salary and Net  Worth - Haryana TET

আমার সহানুভূতি সেই সাহসী পরিবারের প্রতি যারা তাদের জীবন দিয়েছেন।

President Droupadi Murmu bats for imparting education in Indian languages |  India News - Business Standard

সন্ত্রাসের বিরুদ্ধে চলমান এই যুদ্ধে আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

Adddd