নিজস্ব সংবাদদাতা: মঞ্চ প্রস্তুত। এবার তৃণমূল নেত্রীর বার্তার অপেক্ষা। ভোর রাত থেকেই মঞ্চের কাছে চলে এসেছেন দলীয় কর্মীরা। ধীরে ধীরে ভরে উঠছে মঞ্চস্থল। দলে দলে কর্মীরা এসে যোগ দিচ্ছেন সেখানে।
প্রত্যেকের নজর এখন একটা দিকেই, তৃণমূল নেত্রী কি বলেন সেটাই। সঙ্গে অবশ্যই রয়েছেন যুবরাজ। ফলে উভয়ের বার্তাই গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, পঞ্চায়েতের বিশাল জয়ের পর এই ২১ জুলাই ভীষণ গুরুত্বপূর্ণ। একই সাথে লোকসভা নির্বাচনের আগে এটিই শেষ শহীদ দিবস। ফলে দুটি বিষয়কে কেন্দ্র করেই আজকের দিন হাইভোল্টেজ তৃণমূল ও সাধারণ মানুষ উভয়ের কাছেই।