হোক সফল অবতরণ, প্রার্থনা জেলায় জেলায়

চন্দ্রযানের সফল অবতরণ চেয়ে জেলায় জেলায় চলছে পুজো-আর্চা, হোম—যজ্ঞ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 Chandrayaan 3

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: চন্দ্রযানের সফল অবতরণ চান সকলেই। সেই জন্যে জেলায় জেলায় চলছে পুজো-আর্চা, হোম—যজ্ঞ। আর তারই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।

আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর বিজেপি কার্যালয়ে বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা পুজোঅর্চনা করেন এদিন। বুধবার সকাল থেকে যোগ্য ও পুজোঅর্চনা করা হয় চন্দ্রযান-৩-এর সফল অবতরণের জন্যে। মূলত, চন্দ্রযান ৩ সফল অবতরণের জন্য এই পুজোর আয়োজন করা হয় বলে জানান বিজেপি নেতৃত্বরা।

Screenshot 2023-08-23 142005.png

কারণ চন্দ্রযান-১ অটল বিহারী বাজপেয়ীর সময়ে চাঁদে গেলেও ল্যান্ড করতে পারেনি। তাই এবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই শান্তিপূর্ণ অবতরণ করার জন্য এই বিজ্ঞানের যুগে বিজ্ঞানের শুভকামনার জন্য সমস্ত দেব-দেবীকে পূজো করছেন তারা। যাতে চন্দ্রযান সফল ভাবে অবতরণ করতে পারে।

impact

এ তো গেল আসানসোলের চিত্র, একই ছবি দেখা গেছে মেদিনীপুরেও। ল্যান্ডার বিক্রম ও চন্দ্রযান ৩ এর সফল অবতরণ কামনা করে মেদিনীপুর শহরে যজ্ঞের আয়োজন করে বিজেপি। বটতলা শিবমন্দিরে চলে পুজো। জাতীয় পতাকা নিয়ে চন্দ্রযান ৩-এর সাফল্য কামনায় এদিন পুজো দেন বিজেপি নেতৃত্ব।

Screenshot 2023-08-23 141542.png