নিজস্ব সংবাদদাতা: আজ ডাঃ এ পি যে আব্দুল কালামের প্রয়াণ তিথি। এই তিথিতে তাকে শশ্রদ্ধ প্রণাম জানালেন অগ্নিমিত্রা পল। ট্যুইট করে তিনি বলেছেন, "ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, মিসাইল ম্যান ডাঃ এ পি যে আব্দুল কালামের প্রয়াণ তিথিতে আমার শশ্রদ্ধ প্রণাম"।