INDIA নিয়ে মারাত্মক, প্রতিক্রিয়া পিকে-র

আবার ফিরে এসেছেন প্রশান্ত কিশোর। ইন্ডিয়া অ্যালায়েন্সের পরবর্তী বৈঠকের আগে, প্রশান্ত কিশোর সেরে নিলেন সাংবাদিক বৈঠক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
prashant kishore

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মাঝে বেশ কিছুদিন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর খবরের শিরোনামে ছিলেন না। তাঁর কোনও ভূমিকায় দেখা যাচ্ছিল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। তবে আবার ফিরে এসেছেন তিনি। ইন্ডিয়া অ্যালায়েন্সের পরবর্তী বৈঠকের আগে, প্রশান্ত কিশোর করলেন সাংবাদিক বৈঠক।

তিনি সেই বৈঠক থেকে বলেছেন, "যতদূর নীতীশ কুমারের প্রচেষ্টার বিষয়, তার নিজের অবস্থা এতটাই খারাপ যে তার নিজের রাজ্যে তার পা রাখার কোনও নিশ্চয়তা নেই। এর জন্য তিনি কী করতে পারেন? জাতীয় স্তরে বিরোধী ঐক্য? এমনকি আপনি যদি একটু ভালো করে দেখেন, তাহলে দেখবেন কংগ্রেস সবচেয়ে বড় বিরোধী দল, টিএমসি এর পরে আসে, DMK - তারা তাদের পুরো রাজ্য জিতেছে এবং ২০-২৫ সাংসদ রয়েছে। তারা তাদের রাজ্য জয়ের দাবি করতে পারে। কিন্তু নীতীশ কুমারের কিছুই নেই - না দল আর না তার ভাবমূর্তি। কীসের ভিত্তিতে তাকে (ইন্ডিয়ার কনভেনর) করা যেতে পারে?”

 

মনে করা হচ্ছে প্রশান্ত কিশোরের এই মন্তব্য ফের একবার রাজনীতির আঙিনায় ঝড় তুলবে। ইন্ডিয়ার পালটা প্রতিক্রিয়া এখন কী হয়, সেটাই দেখার।