BREAKING : পাকিস্তানের ড্রোন ও গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ! রাজৌরির সীমান্তবর্তী এলাকা খালি করছেন বাসিন্দারা
BREAKING : ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ৬ জুন পর্যন্ত হাজতবাসের নির্দেশ দিল কোর্ট !
BREAKING : কাশ্মীরে অবস্থানরত ছাত্রদের জন্য বড় ঘোষণা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু !
BREAKING : ১৫ই মে পর্যন্ত গুজরাটে নিষিদ্ধ করা হল আতশবাজি ও ড্রোন !
BREAKING : অপারেশন সিঁদুর নিয়ে বড় কোনও ঘোষণা ? ফের প্রেস ব্রিফিং আজ বিকেল ৫টা ৩০মিনিটে
ভারত পাকিস্তান উত্তেজনায় পাঞ্জাব জুড়ে আতঙ্কের পরিবেশ! নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করতে শুরু করেছে স্থানীয়রা
কেন ভারতের ড্রোন হামলা থেকে নিজেদের রক্ষা করল না পাকিস্তান! পাক প্রতিরক্ষা মন্ত্রীর আজব যুক্তিতে হেসে ফেটে পড়ল বিশ্ব
হাতে অর্থ নেই! IMF-এর কাছে ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের বেলআউট প্যাকেজের আবেদন পাকিস্তানের
আইপিএল আপাতত বন্ধ, জানালো বিসিসিআই

INDIA নিয়ে মারাত্মক, প্রতিক্রিয়া পিকে-র

আবার ফিরে এসেছেন প্রশান্ত কিশোর। ইন্ডিয়া অ্যালায়েন্সের পরবর্তী বৈঠকের আগে, প্রশান্ত কিশোর সেরে নিলেন সাংবাদিক বৈঠক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
prashant kishore

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মাঝে বেশ কিছুদিন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর খবরের শিরোনামে ছিলেন না। তাঁর কোনও ভূমিকায় দেখা যাচ্ছিল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। তবে আবার ফিরে এসেছেন তিনি। ইন্ডিয়া অ্যালায়েন্সের পরবর্তী বৈঠকের আগে, প্রশান্ত কিশোর করলেন সাংবাদিক বৈঠক।

তিনি সেই বৈঠক থেকে বলেছেন, "যতদূর নীতীশ কুমারের প্রচেষ্টার বিষয়, তার নিজের অবস্থা এতটাই খারাপ যে তার নিজের রাজ্যে তার পা রাখার কোনও নিশ্চয়তা নেই। এর জন্য তিনি কী করতে পারেন? জাতীয় স্তরে বিরোধী ঐক্য? এমনকি আপনি যদি একটু ভালো করে দেখেন, তাহলে দেখবেন কংগ্রেস সবচেয়ে বড় বিরোধী দল, টিএমসি এর পরে আসে, DMK - তারা তাদের পুরো রাজ্য জিতেছে এবং ২০-২৫ সাংসদ রয়েছে। তারা তাদের রাজ্য জয়ের দাবি করতে পারে। কিন্তু নীতীশ কুমারের কিছুই নেই - না দল আর না তার ভাবমূর্তি। কীসের ভিত্তিতে তাকে (ইন্ডিয়ার কনভেনর) করা যেতে পারে?”

 

মনে করা হচ্ছে প্রশান্ত কিশোরের এই মন্তব্য ফের একবার রাজনীতির আঙিনায় ঝড় তুলবে। ইন্ডিয়ার পালটা প্রতিক্রিয়া এখন কী হয়, সেটাই দেখার।