পর্নোগ্রাফি, সাইবার বুলিং, ধর্ষণ প্রভাবিত করছে বাচ্চাদের, সাবধান থাকবেন কীভাবে ?

অপব্যবহার শুরু করেছে।

author-image
Adrita
New Update
দ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ অনেক কম বয়স থেকেই ছোট বাচ্চাদের হাতে মোবাইল ফোন এবং ইন্টারনেটের কানেকশন  দিয়ে দেওয়া হয়। যার ফলে অনেক ক বয়সেই বাচ্চারা পর্নোগ্রাফির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এর থেকে তাদের ব্যবহারেও কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়।

পর্নোগ্রাফি, সাইবার বুলিং, ধর্ষণ: কীভাবে শিশুদের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার  অপরাধকে উৎসাহিত করছে | Truth Of Bengal | Latest Bengali News Headlines |  বাংলার খবর

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, পর্নোগ্রাফির প্রতি আসক্তির ফলে অন্ধ্র প্রদেশে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার খবর পাওয়া গিয়েছে। তবে শুধু পর্নোগ্রাফিই নয়, মোবাইলের অপব্যবহারের ফলে বুলিং এর মত ঘটনাও প্রতি নিয়ত ঘটে চলেছে। এ ছাড়াও, বাচ্চারা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে তারা কিছু অসাধু লোকের খপ্পরে পড়ে যায়। যার ফলাফল হিসেবে অনেক বড় অঘটন ঘটে যায়। 

ডিভাইস আসক্তির ফাঁদ

তবে এই সমস্যা থেকে মুক্তির উপায় হল বাচ্চাদের হাতে মোবাইল ফোন দিয়েও সেদিকে বাবা মায়েদের নজর দেওয়া জরুরি। 

Cyber Bulling | Five warning signs that may indicate your child is being  cyberbullied dgtl - Anandabazar

Adddd