নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ আফ্রিকা সফর শেষে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের আমন্ত্রণে সরকারি সফরে গ্রিস যাবেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সফরের সময় প্রধানমন্ত্রী মোদী ব্রিকস শীর্ষ সম্মেলনের পরে আয়োজিত "ব্রিকস - আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগ" শীর্ষক একটি বিশেষ ইভেন্টেও অংশ নেবেন, যেখানে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত অন্যান্য দেশগুলো অন্তর্ভুক্ত থাকবে। তিনি জোহানেসবার্গে উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "২০১৯ সালের পর এটিই হবে প্রধানমন্ত্রী মোদীর প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন। এই শীর্ষ সম্মেলন গোষ্ঠীকর্তৃক গৃহীত উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা করার এবং ভবিষ্যতের ক্রিয়াকলাপের ক্ষেত্রগুলো চিহ্নিত করার সুযোগ প্রদান করবে।"
আগামী ২২ থেকে ২৪ আগস্ট জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই জোটে পাঁচটি দেশ রয়েছে- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। ব্রিকস এবং আফ্রিকা: পারস্পরিক ত্বরান্বিত প্রবৃদ্ধির জন্য অংশীদারিত্ব টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিকতা প্রতিপাদ্যের অধীনে দক্ষিণ আফ্রিকা ১ জানুয়ারি ব্রিকসের সভাপতি নির্বাচিত হয়।
দক্ষিণ আফ্রিকা সফরের পর আগামী ২৫ আগস্ট গ্রিসে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে তিনি গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করবেন। তিনি উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করবেন। তিনি গ্রিসে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করবেন। গত ৪০ বছরের মধ্যে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম গ্রিস সফর।
ভারত ও গ্রিসের মধ্যে সভ্যতার সম্পর্ক রয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে সামুদ্রিক পরিবহন, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং জনগণের মধ্যে সম্পর্কের মতো ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে শক্তিশালী হয়েছে।