কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী! যান চলাচল নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি জারি!

দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারের জন্য রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। তাই কলকাতা শহরের বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
modi gaming.png

নিজস্ব সংবাদদাতা: নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে দু'দিনের জন্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্যই কলকাতা শহরের বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে কলকাতা পুলিশ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। 

।ক্লঝভব

সেই বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার, উল্টোডাঙ্গা ফ্লাইওভার, ইএম বাইপাস, মা ফ্লাইওভার, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, আর আর অ্যাভেনিউ, রেড রোড, রাজভবনের দক্ষিণ দিকের গেটের কাছে থাকা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বিকেল ৫.৩০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

vnbmk12.jpg

রবিবার সকাল পৌনে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজভবনের দক্ষিণ দিকের গেট, আর আর অ্যাভেনিউ, রেড রোড, খিদিরপুর রোড সহ দ্বিতীয় হুগলী সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 

Add 1